কুড়িগ্রাম জেলার খবর। কুড়িগ্রাম নিউজ। কুড়িগ্রাম খবর। হামার কুড়িগ্রাম ।

Janar Ghuri
Janar Ghuri

কুড়িগ্রাম জেলা বাংলাদেশের সর্ব উত্তরের একটি জেলা। এ জেলার তিনদিকে ভারতের বর্ডার এবং মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী। নদীগুলোর মধ্যে ব্রাম্মপুত্র অন্যত্মম।  এ জেলায় প্রতিনিয়ত ঘটে চলছে নানা ঘটনা। সেসকল ঘটনার সার সংক্ষেপ  নিম্নে দেওয়া হলো। আশা করি নিউজগুলো সকলের ভালো লাগবে।

 

১/ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি

গত ১৫ মার্চ শনিবার, বাংলাদেশের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলার দামাল সন্তান বাংলাদেশ বড়ার গাড (বিজিবি) ১ হাজার ৯শ ৯৫ পিছ ইয়াবা
উদ্ধার করেছে। জানা যায়, শনিবার বিকাল ৫ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুরি ইউনিয়নের মইদাম গ্রামের আনন্দবাজার এলাকা থেকে  উক্ত মাদকদ্রব্য আটক করছে বিজিবি।


গোপন সংবাদের ভিত্তিতে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার বায়েজিদের নেতৃত্বে একটি চৌকস দল মইদাম কলেজ পার হয়ে আনন্দরাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর  চেষ্টা করে। সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায় । এ সময় তাদের বহনকারী একটি মোটরসাইকেল সহ প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে বাংলার বাঘ বিজিব।

আরও জানা যায়, এর আগে শুক্রবার একই ক্যাম্পের রিজিবি সদস্যরা ভারত থেকে আসা অবৈধ একটি চালান আটক করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সীমান্তবতী এলাকায় মাদক পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে । মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে তাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

২/ নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়ার ইন্তেকালে জানাযা নামাজে মানুষের ঢল।

নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়ার ইন্তেকালে জানাযা নামাজে মানুষের ঢল।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার দুই বারের সাবেক মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ আঃ রহমান মিয়া আর বেচে নাই। তিনি আজ শনিবার (১৫ মার্চ) ভোরে চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক স্ত্রী,দুই পুত্র ও দুই কন্যাসহ অহংখ্য অনুরাগী ভক্ত রেখে যান।

জানা যায়, আব্দুর রহমান মিয়া দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির রাজনৌতিক দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন জনপ্রিয় ও গ্রহোনযোগ্য নেতা হিসাবে পরিচিত ছিলেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে নাগেশ্বরী পৌরসভাসহ কুড়িগ্রাম জেলার রাজনৌতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোক বার্তায় জাতীয় পার্টির কেন্দীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবেরের পতি সমবেদনা জানিয়েছেন।

তার জানায়া, নাগেশ্বরী দয়াময়ী পাইল্ট একাডেমী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে তার সকল ভক্ত অনুরাগীসহ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

 

৩/ নাগেশ্বরী উপজেলার কপালের চরে তরুণ প্রজন্মের ইফতার পার্টি।

নাগেশ্বরী উপজেলার বামন্ডাঙ্গা ইউনিয়নের কপালেরচর নামক স্থানে তরুণ প্রজন্মের উদ্যগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার ১৪ মার্চ বামন্ডাঙ্গা ইউনিয়নের তরুণ সমাজ যারা বামন্ডাঙ্গা ব্লাড গ্রুপের সাথে জড়িত তারা উক্ত ইফতার মাহফিল আয়োজন করে। শহর ফার্মেসির উদ্যোক্তা ডা; মাইনুল হকের নেতৃত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী উপজেলার বামন্ডাঙ্গা নদী ভাঙ্গা ইউনিয়ন হিসাবে পরিচিত। প্রতি বছর নদী এই এলাকা ভেঙ্গে ফেলে। তাই এ এলাকার মানুষ অনেক গরীব ও দুস্থ।

এখানে অনেক চর আছে। এগুলোর মধ্যে কপালের চর একটি। কপালের চরের নামকরণ করেছেন ডাঃ মাইনুল।

বেলা তখন ৬ টা ছুই ছুই। ইফতারের আর ২০/২৫ মিনিট সময় বাকি আছে। তড়িঘড়ি করে বামন্ডাঙ্গা তরুণ প্রজন্ম নদী পার হয়ে ঐ পারে যায়। গিয়ে ইফতারের সকল আয়োজন করে। তবে আগে থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছিল।

ইফতারের জন্য সকলের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়। ইফতারের আয়োজনের মধ্যে ছিল বিরিয়ানি, ছোলা, মুড়ি, জিলাপি, শশা, বরই ও অন্যান্য।

সেখানে অংশ নিয়েছিল ডা; মাইনুল, কুদ্দুস, তুহিন, সবুজ, শাকিল, স্বাধীন সবুজ২, কামল, তানভীর, জাকির সহ আরো অনেকে।

অন্যান্য বছর কপালের চর নদীর পানিতে নিমজ্জিত থাকলেও এ বছর চর ভেসে উঠেছে। তাই এ চরের এবার এই আয়োজোন করা হয়েছে। ভবিষ্যতে হয়তো পিকনিক করা হবে।

নদীর এ কূল ভাঙ্গে, ঐ কূল গড়ে কিন্তু কপালেরচর ফিরবে না আর তার স্বাভাবিক নিয়মে। এখানে আর ফলবে না ফসল, হবে না বসতি। বড়ই দুর্গতি এই চরের। বছরের পর বছর এই চর পরে থাওকবে অনাবাদি হিসাবে। এই চরের কপালে জুতবে না আর সাজ সজ্জা। তাই এই চরের নাম কপালের চর।

মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যম্যে ইফতার অনুষ্ঠান শুরু হয়। উক্ত দোয়া মাহফিলে এই চর ও এলাকার জন্য দোয়া করা হয় যাতে আর জেন বন্যায় নদী আর না ভাঙ্গে। এরপর সময়মত সবাই ইফতার করে এবং ইফতার শেষে সবাই জামাতে নামাজ আদায় করে।

৪/ কুড়িগ্রামে ফেলানির বাবাকে অর্থ দিয়ে সাহায্য করল বিজিবি।

কুড়িগ্রামে ফেলানির বাবাকে অর্থ দিয়ে সাহায্য করল বিজিবি।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ সীমান্তে ভারতীয় পিচাশ সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত কিশোরী ফেলানীর পরিবারের পাশে দাড়িয়েছে বাংলার সূর্য সন্তান বলে খ্যাত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে।

গত ১৫ মার্চ শুক্রবারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ মোঃ শাকিল আলম নাগেশ্বরী উপজেলার নাখাগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে উক্ত মালামাল হস্তান্তর করেন।

উপস্থিত সকলের সামনে লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্ণেল শাহ মোঃ শাকিল আলম বলেন, ফেলানী ভারতীয় বাহিনীর হাতে নির্মমভাবে হত্যা হওয়ার পর থেকেই বিজিবি এই পরিবারের পাশেই রয়েছে। তিনি আরও জানান একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিজিবির তৎকালীন কমান্ডিং অফিসাররা বারংবার ভারতে গিয়েছিলেন। কিন্তু তাতে কোন সমাধান হয় নি। এছাড়া সংসার পরিচালনা ও সন্তানদেও লেখাপড়ার খরচ বহনে সহায়তা হিসাবে ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।

তিনি আরও জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় ঈদ উপলক্ষে ফেলানীর বাবাকে ব্যবসার জন্য অর্ধ লক্ষাধিক টাকার মাল প্রদান করা হয়েছে।

তিনি উল্লেখ করেন বিজিবি সব সময় ফেলানী পরিবারের পাশে থাকবে। এছাড়া তিনি আরও বলেন, বিজিবি শধু সীমান্ত নিরাপত্তাই নয়, সীমান্তবর্তী মানুষের কল্যাণেও কাজ করে যাবে ইনশাল্লাহ।

বিজিবির এই উদ্যোগে ফেলানীর বাবা খুশি হয়ে বলেন বিজিবি সব সময় আমাদের পাশে ছিল এবং বিশ্বাষ করি আগামীতেও থাকবে। তিনি আরও বলেন ঈদ উপলক্ষে এই সহায়তা আমাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে আমার বিশ্বাস।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবির এমন মানবিক ও মহৎ উদ্যোগকে সাদুবাদ জানিয়েছে স্থানীয়রা।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারী ভারত থেকে ফেরার পথে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অনন্ততপুর সীমান্তে হানাদার বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় ১৫ বছরে বয়সী ফুটফটে কিশোরী ফেলানী। কাঁটা তারে ঝুলে থাকা তার নিথর দেহের ছবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তখন। তার পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি জানানো হলেও ভারতের আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরও আজও প্রকৃত বিচার নিশ্চিত করা হয়নি।

৫/ কুড়িগ্রামে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ঙ্কে(৩৫) গ্রফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

জানা যায়, গত ১৯ মার্চ বুধবার, রংপুর জাহাজ কোম্পানি থেকে তাকে গ্রপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলার ডিবি পুলিশ পরিদর্শক মোঃ বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক জানান, নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়নকে রংপুরে গ্রেফতার করা হয়েছে এবং রংপুর থেকে তাকে কুড়িগ্রামে আনা হয়েছে।

জানা যায়, তার বিরুদ্ধে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আশিক আহমদকে হত্যা মামলাসহ তার নামে একাধিক মামলা রয়েছে।

পুলিশ পরিদর্শক আরো জানান, গত ২০ মার্চ রোজ বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম আদালতে নেওয়া হয়। সেই সঙ্গে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

৬/ কুড়িগ্রমের নাগেশ্বরীতে ভিজিএফের চাল জব্দ করেছে।

কুড়িগ্রমের নাগেশ্বরীতে ভিজিএফের চাল জব্দ করেছে।

নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কেরামতিয়া হাফেজিয়া মাদ্রাসার মোক্তবঘর থেকে ভিজিএফের প্রায় ৩.৮৮ মেট্রিক টন চাল জন্দ করেছে এলাকাবাসী।। গত শনিবার, ২২ মার্চ স্থানীয় সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত এসব চাল উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দা আনারুল, আমজাদ, শাহজালাল, ও বাঁধন জানান, সরকার গরীব ও দুস্থ মানুশের জন্য ঈদ উপহার হিসাবে ১০ কেজি চাল বিতরণ করে থাকে। কিন্তু ইউনিয়ন পরিষদের যোগসাজশে কিছু অসাধু ব্যবসায়ী সেসব চাল অবৈধভাবে মজুত করে।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা মোক্তবঘর ঘিরে রেখে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে বিষয়টি জানান। পরবর্তীতে উপজেলা ভূমি অফিসার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উক্ত চাল উদ্ধার করে । এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।

উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “অভিযানে ৩৮ মেট্রিকটন চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাক্ষীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ” নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, “এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

৭/ কুড়িগ্রামের চিলমারীতে মামীর সাথে অনৈতিক সম্পর্ক।

কুড়িগ্রামের চিলমারীতে মামীর সাথে অনৈতিক সম্পর্ক।

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় নৈতিকতার সীমা লঙ্ঘন করে গড়ে ওঠা এক প্রেমের সম্পর্ক এখন পরিণতির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল হাসান নামের এক যুবকের সাথে পরকিয়ার  সম্পর্ক গড়ে ওঠে এক নারীর। সে নারীর সাত বছরের সংসার রয়েছে। সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মেয়েটির স্বামী তাকে ডিভোর্স দেন।

অন্যদিকে প্রেমের এই পরিণতি মেনে নিতে নারাজ প্রেমিকযুগল হাসান। সম্পর্কের প্রতিশ্রুতি দিলেও এখন সে বিয়ে করতে নারাজ। ফলে নিরুপায় হয়ে সে নারী নাজমুলের বাড়ির সামনে এসে বিয়ের দাবিতে অনশন করছে।

জানা যায়, হাসান ও ঐ নারীর মধ্যে মামা ভাগিনার সম্পর্ক । এই অবস্থার মধ্যে তাদের সম্পর্ক নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাজমুলের পরিবার কোন মন্তব্য করতে রাজি হয় নি। তবে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

৮/ ফুলবাড়িতে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ধরলা সেতুর প্রায় দেড় কিমি দক্ষিণে নির্জন বালুচর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ফুলবাড়ি থানা পুলিশ।

গত ২৫ মার্চ মঙ্গলবার, দুপুরে যৌথভাবে লাশ উদ্ধার করে ফুলবাড়ি থানার পুলিশ ও রংপুর পুলিশের ক্রাইম টিম। জানা যায়, গত মঙ্গলবার সকালে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভিতর পুতে রাখা দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়। চিৎকার চেচামেচিতে শতশত উতসুক জনতা জড়ো হয়ে লাশ দেখে।

খবর পেয়ে ফুলবাড়ি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ঊর্ধ্বতন কর্তঋপক্ষের মাধ্যমে রংপুর ক্রাইমের তিওমকে অবগত করা হয়। দুপুর একটার দিকে রংপুর থেকে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুলবাড়্রি পুলিশের সহযোগিতায় বালুর নিচে পুতে রাখা লাশটি উদ্ধার করে।

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, রংপুর ক্রাইম টিমের সহযোগিতায় ধরলা নদীর চর থেকে প্রায় ২৫/৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো সনাক্ত করা যাযনি।

 

 

Leave a Comment