পহেলা বৈশাখ ২০২৫

পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ

বাংলা নববর্ষের প্রথম দিনকে পহেলা বৈশাখ বলা হয়। অন্যভাবে বলা যায়, বৈশাখ মাসের এক তারিখ পহেলা বৈশাখ হিসাবে পরিচিত। বৈশাখ মাস বাংলা ক্যালেন্ডার এর প্রথম মাস। ইংরেজী ক্যালেন্ডার মোতাবেক ১৪ এপ্রিল তারিখে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়ে থাকে। এ দিনে বাঙালি জাতির নবজাগরণের স্বপ উদিত হয়। অন্যভাবে বলা যায়। পহেলা বৈশাখে বাঙালি জাতির পুনর্জন্ম ঘটে ।

 পহেলা বৈশাখ অনুচ্ছেদ

বৈশাখ মাসের প্রথম দিনটি বাংলাংদেশ ও পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে ধরা হয়। পুরনো বছরের সমস্ত গ্লানি ধুয়ে মুছে, জীর্ণ ক্লান্ত অবসাদের অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ ঘটে বাংলা নববর্ষের।

বাঙালিদের কাছে নববর্ষ প্রাণের উৎসব হিসাবে পরিচিত। এদিন বাড়িঘর ও দোকানপাট নতুন রঙে সেজে ওঠ। দোকানে দোকানে মিষ্টি বিতরণ ও হালখাতা চালু করা হয়। পুরনো হিসাবের পাট চুকিয়ে খোলা হয় নতুন হিসাবের পসরা। সেদিন গ্রামে গ্রামে বসে বৈশাখী মেলা । আশর মেলায় হরেক রকংশ জিনিসের পসরা সাজিয়ে বসে দোকানিরা।

বাংলা নববর্ষ বাঙালিদের কাছে সার্বজনীন উৎসব হিসাবে পরিচিত। কারণ এ দিন ধর্ম, বর্ণ নির্বিশেষে এক মিলন মেলায় সকলে একত্রিত হয় ।

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য পহেলা বৈশাখ সম্পর্কে দেওয়া হলো? ১০ টি বাক্য নিচে

১। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন।

২। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ বিশেষ ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়।

৩। পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসাবে ধরা হয়। তাই এ দিন সকাল স্কুল, কলেজ, বও, ব্যাঙ্ক অফিস বন্ধ থাকে।

৪। এ দিন সকালে শুভ নববর্ষ” বলে সবাইকে সম্ভাষণ করে।

৫। বাংলা নববর্ষ প্রবর্তন করেন সম্রাট আকবর।

৬। ইংরেজী ব্যালেন্ডার মোতাবেক ১৪ তা এপ্রিল তারিখকে নববর্ষ হিসাবে ধরা হয়।

৭।এ দিনে ব্যবসায়ীরা হালখাতা চালু করে।

৮। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাতা” হিসাবে এক ধরণের বিশেষ র‍্যালি করে শহরে প্রদর্শিত হয়।

৯। বাঙালি ঐতিথ্য হিসাবে এদিন সবাই পান্তা-ইলিশ খেয়ে থাকে।

১০/এ দিন সকলে রঙিন পোষাক পরেজ ও ভালো খাবার খায়।

পহেলা বৈশাখ ২০২৫

আগামী ১৪ এপ্রিল ২০২৫ সালের সোমবার সারা দেশে নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপিত হবে। এবার বাংলা নববর্ষ হচ্ছে ১৪৩২ বঙ্গাব্দ। এদিনে সারাদেশে আনন্দ র্যালি প্রদর্শিত হবে।

পহেলা বৈশাকের ছবি

পহেলা বৈশাখে যাম গ্রামে মেলা বসে। খোসাও মেলায় এলাকাবাসী ঘুরতে ভাসে। মেলায় বসে তাব বিভিন্ন ছবি ভাট। সেসব পহেলা বৈশাখোর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। ছবি তার সোশ্যা

পহেলা বৈশাখে ইতিহাস

পহেলা বৈশাখের ইতিহাস ব্যাপক ও বিস্তৃত। বাল যায় মুখল সম্রাট আকবর বাংলা সরার একম করেন। জ্যোতিবিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজী সৌরসন ও আরবি হিজরি সনের উপর।

ভিত্তি করে বাংলা সন প্রবর্তন করেন। ১৫৮৪ খ্রিস্টাব্ে ১০ মার্চ বা ১১ মার্চ থেকে বাংলা সন এর গাণা শুরু হয়। প্রথমে এটি ফসলি সন হিসাবে পরিচিত ছিল। পরবর্তীতে এটি বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি লাভ করে।

পহেলা বৈশাখ করে ২০২৫

২০২৫ সালে পহেলা বৈশাখ বা নববর্ষ পালিত হবে ১৪ এপ্রিল ক’রোজ সোমবার। এ দিনটি মহা ধুমধামের সাথে পালিত হবে। ধনী, গরীব, উঁচু নিচু সকল শ্রেণীর মানুষ দল-মত নির্বিশেষে এ বিলটি পারিত করবে। ও দিনে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ার মো বসবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এসব অনুষ্ঠানে, বারি শারি প্রারি, মুশির্দি, অওয়াহয্য, ভাটিয়ালি ও কারি গানের আসর বসবে।

পহেলা বৈশাখ প্রতিবেদন

পয়লা বৈশাখে বাঙালি জাতির এক অবিচ্ছেদ্য অংশ। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এ দিনটি পালন করে থাকে। এটি শুধু উৎসব নয়, বরং বাঙালি জাতির এক্য, সংস্কৃতি জা ঐতিহ্যের প্রতীক। পহেলা বৈশাখে হচ্ছে নাতুল বছরের শুরুতে নতুন করে জীবন শুরু করার এক প্রতিজ। পয়লা বৈশাখে পুরনো বছরকে বিদয়াত জানিয়ে নতুন বছরকে বরণ করার দিন ।

হালখাতা

পহেলা বৈশাখের আর একটি অন্যতম অংশ হলো হালখাতা। ও দিনে ব্যবসায়ীরা হান হালখাতার করে নতুন মাধ্যমে পুরনো হিসাব নিকাশ সম্পন্ন হিসাবের সূচনা করে। অন্যভাবে বলা যায় হালখাত হলো ব্যবসায়ের হিসাব আনুষ্ঠানিকভাবে হলে নাগাদ করার একটি প্রক্রিয়া।

পহেলা বৈশাখ শুভেচ্ছা

পঞ্চো বৈশাখে বাংলায় সাংস্কৃতিক ঐক্য ও সংস্কৃতির এক অনন্য বন্ধন দেখা যায়। এ দিনটিতে প্রতিটি বাড়িতে মাছ, মাংস ও শু সুস্বাদু মিষ্টি পরিবেশন করা হয়। এছাড়া বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং মানুষ একবিতা হয়ে একে অন্যকে শুভেচ্ছা জানায়।

* বাংলা নববর্ষের কিছু শুভেচ্ছা বাণী হলো!

১। এসেছে নতুন দিন ভুলে যাই সকল ভেদাভেদ আসুক সুখ, আসুক শান্তি নববর্ষের শুভেচ্ছা সকলকে।

২। নতুন দিন, নতুন সূর্য নতুন ভোরের হাসি . নতুন ভাবে গড়ি জীবন  নতুন ভাবে বাঁচি।

 

প্রশ্ন- উওর।

প্রশ্ন-১ঃশুভ নববর্ষ নববর্ষ ২০২৫ কত তারিখ?

উত্তর! ২০২৫ সালের শুভ নববর্ষ ১৪ এপ্রিল রোজ সোমবার।

প্রশ্নঃহ! প্রথম কত সালে পহেলা বৈশাখ শুরু হয়?

উত্তর। প্রথম পহেলা বৈশাখে শুরু হয় ১৫৮৪ খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট পকবর এটি প্রবচন করেন।

প্রশ্ন-৩: বাংলা নববর্ষ আমাদের জীবনে এতে গুরুত্বপূর্ণ কেন?

উত্তর! বাংলা নববর্ষ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি আমাদের আবেগ ও ভালোবাসার সাথে মিশে আছি। ধনী-গরীব সকল শ্রেণীর মানুষ এ দিনটি পালন করে।

প্রশ্ন-৪। ২০২৫ সালের পহেলা বৈশাখে করে?

উত্তর! ২০২৫ সালের পহেলা বৈশাখে ১৪ এপ্রিল ২০২৫ সালের সোমবারে পালিত হবে।

প্রশ্ন-৫! পহেলা বৈশাখের রং কি কিং

উত্তর! – পহেলা বৈশাখের রং হচ্ছে লাল ও সাদা।

প্রশ্ন-৬! ১৪৩২ সালে বাংলা নববর্ষ কবে?

উত্তর। ১৪৩২ সালের বাংলা নববর্ষ হচ্ছে ২০২৫ সালের ১৪ এপ্রিল রোজ সোমবার।

প্রশ্ন-৭। হালখাতা কেন করা হয়?

ভিত্তর। মস্ত পুরনো বছরের লেনদেন চুকিয়ে নতুন হিসাবের খাতা খোলার জন্য হালখাতা করা হয়।

প্রশ্ন-৮! নববর্ষ চালু করেল কো

উত্তর! বাংলা নববর্ষ চালু করেন সম্রাট আকবর। জোতিবিজ্ঞানি ফতেহউল্লাহ সিরাজী এটি রূপরেখা আকেন।

 

 

Leave a Comment